কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

ব‍্যঞ্জনবর্ণে কৃষ্ণ ভজন

ক – কলিযুগেতে বিষ্ণদের গৌরা-চৈতন্য রূপ ধরি।
খ – খোল করতালে সংকীর্তনে নাম বিলালেন হরি।।

গ – গোপাল-গোবিন্দ-হরি-শ্রীমধুসূদন
ঘ – ঘরে ঘরে করো হরির নাম সংকীর্তন।

ঙ – শঙ্খ-চক্র-গদা-পদ্ম চতুভূজধারী
চ – চন্দন তুলসী পুষ্পে তুষ্ট যে মুরারী।

ছ – ছয় গোসাই করেন হরি নাম প্রচার
জ – জগদ্বিশ্বর হরি করেন পাতকী উদ্ধার।

ঝ – ঝুলনেতে রাধাকৃষ্ণের যুগল মিলন
ঞ – গোসাঞ অদ্বৈত‍্য করেন প্রেম বিতরণ।

ট – টলমল আঁঁখি বারি গদগদ ভাব
ঠ – ঠাকুর গৌরা চাঁদের এমনি স্বভাব।

ড – ডোরহি-কৌপিনধারী গৌর চন্দ্র রাও
ঢ – ঢাকা দক্ষিণেতে প্রভুর পৈতৃক গাঁঁও।

ণ – বেণুর শব্দে শ্রীরাধার উথলিত মন
ত – তমাল তলায় বাঁঁশি বাজায় জনার্দন।

থ – থৈ থৈ জমুনা জলে বিহার করেন হরি
দ – দয়ার সাগর হরি ভাক্তেরে নেন তরি।

ধ – ধেনু রাখে রাখাল রাজা যমুনার তীরে
ন – রাধার মন না বসে কাজে বাঁঁশরীর সুরে।

প – প্রেমের সাগর কৃষ্ণ রসিক রসের নাগর
ফ – ফাগুন বসন্তে রঙে ভাসান এ ভব সাগর।

ব – ব্রহ্মা শিব নারদ সদা
করেন যার ধ‍্যান
ভ – ভবসিন্ধি তরি বারে করো কৃষ্ণ নাম গান।

ম – ময়ূরপুচ্ছ শোভে শ্রীকৃষ্ণের চূড়ায়
য – যমুনার কুলে বসে কৃষ্ণ বংশী বাজায়।

র – রাম রূপে রাক্ষস নাশি সীতার উদ্ধার
ল – লীলাধারীর লীলা বুঝার সাধ‍্য কার।

ব – বকাসুর বধ করেন নন্দের নন্দন
শ – শৌনক আদি মুনি করেন যার স্তবন

ষ – ষোল নাম বত্রিশ অক্ষর সদা জপ সবে
স – সকল বিপদ হতে রক্ষা পাবে তবে।

হ – হরে কৃষ্ণ হরে রাম ষোল নামের মহামন্ত্র
ড় – বাড়ি বাড়ি বিলাইলেন গৌর মঞ্চতন্ত্র।

ঢ় – আষাঢ়ে রথের মেলায় মাতে তীর্থ পুরী
য় -যথায় বাজারে বিকায় প্রসাদের হাঁঁড়ি।

ৎ – মৎস‍্য অবতারে করেন চারি বেদ উদ্ধার
ং – কংসাদি সব অসুর নাশি রক্ষিলা সংসার।

ঃ – দুঃখ মুচনকারী কৃষ্ণ রাধার জীবন
ঁ – চাঁদের জ‍্যোৎস্না সম যাহা অপূর্ব বদন।

অধম গোসাই লইনু শ্রীকৃষ্ণ শরণ
অন্তে যেন পাই রাধা কৃষ্ণের চরণ।

এলো হেমন্ত

মাঠে পাকা আমন ধান
             জলে ভরা দীঘি ,
 ঘাসে লাগা শিশির করে
       রোদে ঝিকি -মিকি।

চাষিরা আজ বেজায় খুশি
গোলা ভরা ধান ,
ধান ভানতে কুনকুনিয়ে
গায় গিন্নী গান।

মাতিয়েছে আজি গ্ৰামবাংলা
এলো উৎসব নবান্ন
হেমন্তিকায় যে জন মাতে
তার তো জীবন ধন‍্য।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।