কবিতায় বিকাশ গুঁই

হারিয়ে যাওয়া হয়নি কোনোদিন
ছিল বসন্তের এক কচিপাতা দুপুর,
অবিরত বাজছিল জল নূপুর।
ছিল ঢেউ ঢেউ ফেনিল সাগরতীর,
ছিল আকাশ জুড়ে মেঘেরা অস্থির।
ছিল গাছের পাতায় বৃষ্টি ফোঁটার সুখ,
ছিল নদীর ঘাটে পানসি উন্মুখ।
ছিল না পিছন ফিরে দেখার কোনও কেউ,
নদীর জলে খেলে যেমন আপনভোলা ঢেউ।
সেদিন ছিল নিরুদ্দেশে হারিয়ে যাওয়ার দিন,
তবুও, হারিয়ে যাওয়া হয়নি কোনোদিন।