হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী
by
·
Published
· Updated
১| হাঁস
ঐ দীঘির জলে দেখ
হাঁস করে প্যাক প্যাক।
সঙ্গে নিয়ে ছানা
ধরেছে যে গানা।
সঙ্গে নিয়ে ছেলে পুলে
সারা ক্ষণ থাকে জলে,
ওদের তো না আসে জ্বর
না আছে মায়ের গালির ডর।
আমি যখন স্নানে যাই
যদি পুকুরেতে সাঁতরাই,
মা দেন বকুনি
জ্বর আসবে এক্ষুনি !!
২| মশা মাছি
মশা আর মাছি
এলে কাছাকাছি
মেরে দিও তারে।
নয় তো ওরা
রোগবিজাণু
ছড়াতে পারে।
জমে থাকা জলে
মশা মাছির দলে
নিত্য পাড়ে ডিম !
বলি তাই বার বার
ঢেকে রাখো খাবার।
রাখো সব পরিষ্কার।