আমি বেঁচে আছি তোমার প্রতি শ্বাসে
তুমি বেঁচে থাকো আমার প্রতি আশে।
আমি বেঁচে আছি তোমার অবুজ মনে
তুমি বেঁচে থাকো আমার প্রতি ক্ষণে।
আমি বেঁচে আছি তোমার কাছে পাওয়ায়
তুমি বেঁচে থাকো আমার প্রতি চাওয়ায়।
২| মম অহঙ্কার
তুমি আমায় ভালোবাসো
এ মোর অহঙ্কার।
তুমি আমার কাছে আছো
চাই না কিছু আর।
তুমি আছ মম
হৃদয় আসনে।
তুমি আছ মম
মানস কাননে।
তুমি আছ মম
শয়নে স্বপনে।
তুমি আছ মম
প্রতিটা মননে।
তুমি আছ জীবন জুড়ে
তুমি আমার সব।
দূরে গেলে ধ্যান লোকে
করি তব স্তব।
৩| ছেলে আমার ইংলিশ ম্যান
ছেলেটা আমার বড্ড স্মার্ট
পড়ে ইংরেজি স্কুলে ;
বাংলা টাংলা মোটেই জানে না
ইংরেজিতে কথা বুলে।
ইংরেজি তার খুব ফেভারিট
বাংলা বলতে লজ্জা পায় ;
দেশীয় কাপড় পরতে চায় না
কোট-প্যান্ট-সুট পরে গায়।
নিজের দেশ-জাত-ধর্ম নিয়ে
সদাই করে কটূক্তি ;
বিদেশী রীতি-নীতি-সংস্কারেতে
বড়োই তার আসক্তি।
৪| আমরাও মানুষ
নাইবা আমরা ডিগ্ৰিধারী
নাইবা তোদের মতো লক্ষপতি,
তবুও আমরা মানুষ ভাই
তোদের বাবা কাকারই জাতি।
হয়তো কারো পিতা পুত্র
নয়তো কারো মামা কাকা
না হয় হয়তো কারো জ্ঞাতি।