|| পঁচাত্তরে পা, সাবালক হলো না?|| T3 বিশেষ সংখ্যায় বিপ্লব গোস্বামী

স্বাধীনতা এলে
স্বাধীনতা এলে মনে পড়ে যায় নীলাভ দিনের কথা,
স্বাধীনতা এলে মনে পড়ে যায় দাসত্বের সেই প্রথা।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
মা বোনেদের কান্না,
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
রক্ত নদীর বন্যা।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
অপমান আর গ্লানি,
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
বীর নেতাজির বাণি।
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
শহীদদের বলিদান,
স্বাধীনতা এলে মনে পড়ে যায়
জাতির পিতার আহ্বান ।