দেশ-অন্তর সংসর্গ তে বিপ্লব গোস্বামী (আসাম)

ফল খাবি আয়
আমা কাঁঠাল খাবি যদি
আয়রে আমার গাঁয়,
রকমারি ফল ফসারি
আমার সোনার গাঁয়।
বাঙ্গি শশা লিচু কাঁঠাল
জামরুল আম,
গোলাপজাম আনারস
কামরাঙ্গা জাম।
লটকন লুকলুকি
আশফল আমরা,
আতা করমচা কলা
কাউ গাব জাম্বুরা।
ফরমালিন ছাড়া ফল
পাবি সস্তা অল্প দামে,
খাবি যদি আয়রে ভাই
আমার সোনার গ্ৰামে।