দেশ-অন্তর সংসর্গ তে বিপ্লব গোস্বামী (আসাম)

রাজা রাণী
হাজার ফুলের মধ্যে জানি
গোলাপ ফুলের রাণী,
হাজার কথার মধ্যে কিন্তু
শ্রেষ্ঠ যে কবির বাণী।
হাজার ফলের মধ্যে জানি
আম ফলের রাজা,
আম্রপালি দেশী বিদেশীর
ভিন্ন রকম মজা।
হাজার মাছের মধ্যে কিন্তু
ইলিশ মাছের রাজা,
পাতুরি সিদ্ধ ভাপাই ঝোল
কিন্তু শ্রেষ্ঠ তার ভাজা।
হাজার পশুর মাঝে জানি
সিংহ বনের রাজা,
যেমন প্রতাপ হাবভাব
তেমন তরতাজা।