কবিতায় বিপ্লব গোস্বামী

আমি শিক্ষিত নই
আমি শিক্ষিত নই।তাতে দুঃখ নেই,
কারণ আমার অশিক্ষিত বাবা
আমাকে মানবতার শিক্ষা দিয়েছেন।
বাবা অন্যায়ের প্রতিবাদ করতে
আর শিরদাঁড়া সোজা করে
বাঁচাতে শিখিয়েছে।
অসহায়কে সাহায্য করতে
আর দুর্বলের পাশে দাঁড়াতে শিখিয়েছেন।
বাবা কোউকে না ঠকাতে শিখিয়েছেন
যদিও সে আমাকে ঠকায় তবুও।
আমি শিক্ষিত নই।তাতে দুঃখ নেই,
কারণ আমার অশিক্ষিত মা
মাসির কাজ করে আমাকে বড় করেছেন।তবু আমাকে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত করেননি।
মা যখন কাজে যেতেন তখন
আমাকে সঙ্গে নিয়ে যেতেন।
মা নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন।
মা শিখিয়েছেন পেশা যতই ছোট হোকনা কেন
তাকে ছোট ভাবতে নেই।
মা শিখেয়েছেন দায়িত্ব সহকারে কর্তব্য পালন করতে।