হৈচৈ ছড়া গুচ্ছতে বিপ্লব গোস্বামী

১| চলো ভাই
চলো ভাই
গ্ৰামে যাই
আম কাঁঠাল ফল খাই,
জ্যাম নাই
হ্যাং নাই
ফুরফুরে হাওয়া পাই।
ছোট পাখি
যায় ডাকি
কি মায়াবী পরিবেশ !
ভেক-ভেকী
ডাকা-ডাকি
হবে কি যে বলে শেষ ?
ফল-ফুল
বুলবুল
বড় ভালো লাগে ভাই,
শোরগুল
হট্টগুল
এসব যে কিছু নাই।
২| সোনা বলে
সকাল সন্ধ্যে লেখাপড়া
বিকেল বেলা খেলা,
রাত্তিরেতে ঘুমুই আর
জাগি প্রভাত বেলা।
স্কুল যাবার সময় হলে
চলে যাই স্কুলে,
গুরুজনের কথা শুনি
যখন যা বলে।
মিথ্যা বলা মহা পাপ
তাই সত্য বলি,
দুষ্ট বজ্জাত এড়িয়ে
সৎ পথেতে চলি।
পাড়ার সকল ছেলে
মিলেমিশে থাকি,
অহিংসা পরম ধর্ম
সদা মনে রাখি।
৩| খুকুমণির সাজ
বাগানেতে নানা ফুল
সাদা নীল লাল,
বেগুনি হলুদ আদি
রঙের বাহার।
প্রজাপতি অলি নাচে
সুখে হেলে-দুলে,
খুকুমণি ভোরে এসে
ফুল নেয় তুল।
খুকুমণি মালা গাঁথে
পড়াশোনা শেষে,
মালা পরে সাজ ধরে
পরীদের বেশে।