T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বিপ্লব গোস্বামী
by
·
Published
· Updated
রবি প্রণাম
ছন্দ গানের হে মহান ঋষি
তোমায় নমস্কার।
বন্দিতে তোমায় জানিনা মন্ত্র
ধ্যান প্রণাম তার।
বিশ্বেরকবি তুমি যে সর্বশ্রেষ্ট
কালি,বাল্মীকি সম।
হৃদয়ের কবি পরানের কবি
বন্দনা লহ নমঃ।।
বীণা দিলা যারে বাণী
সবটুকু আশিস দানি।
তাইতো তুমি বিশ্বকবি
হে মহা জ্ঞানী।
লিখলে যে তুমি অমর লেখা
জ্ঞানঅমৃত পিয়া।
ভাসালে তুমি অখিল জগত
মধুমাখা গীতি দিয়া।
হে মহামুনি , হে মহাকবি
হৃদয় শতদলে।
দিতে চাই অঞ্জলি আমি
তোমার চরণ তলে।
বন্দনা লহ বন্দনা লহ
তোমার চরণে লুটি।
মনে বড় সাধ পদ্ম হয়ে
চরণ যুগলে ফুটি।