দিব্যি কাব্যিতে বিপ্লব গোস্বামী

১| মনা শালিক ধরতে চায়
শালিক এলো উঠোন মাঝে
খেতে চালের কণা,
মনের সুখে নাচছে শালিক
দেখছে ছোট্ট মনা।
মনের সুখে শালিক পাখি
নাচছে উঠোন জুড়ে,
ঝলমলে রোদ মিষ্টি হাওয়া
শরৎ কালের ভোরে।
শালিক ধরতে ব্যস্ত মনা
ধরেছে যে বায়না,
মায়ের কাছে জেদ ধরেছে
আর যে তর সয় না।
২| বই পরম বন্ধু
বইয়ের মত আপন বন্ধু
আর যে কেউ নাই,
বিবেক-বুদ্ধি ন্যায়-নীতি
বইয়ে শিক্ষা পাই।
মন খারাপে বই পড়লে
মন হয়ে যায় চাঙ্গা,
বইয়ের সঙ্গে সখ্য করলে
জীবন হবে রাঙ্গা।
বইয়ের মত পরম মিত্র
আর যে কেউ নাই,
জীবন যুদ্ধে জেতার শিক্ষা
বইতেই সব পাই।