হৈচৈ কবিতায় বিপ্লব গোস্বামী

চাঁদ মামা

চাঁদ মামা চাঁদ মামা
শোন বলি যে তোমায়,
লক্ষ নয় কোটি নয়
একটি তারা দাও গো আমায়।

কত লক্ষ-কোটি তারা
আছে যে তোমার কাছে,
একটি তারা দিলে কি
তেমন কিছু যায় আর আসে ?

বড় কিপ্টে মামা তুমি
দান দেওয়ার তরে,
কত তারা অমনি তো
রোজ রোজই খসেই তো পড়ে।

আমি যদি চাই তবে
কি ভীষণ পিড়াপিড়ি !
আজ হতে তব সনে
থাকবে যে আজীবনের আড়ি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।