কবিতায় বিপ্লব গোস্বামী

১| ভালোবেসে যেও
যদি কেউ তোমাকে ঠকায়
ঠকাতে দাও কিন্তু তুমি তাকে ঠকাবে না।
পারলে তাকে বেশি দাও কিন্তু ঠকাবে না।
যদি কেউ তোমার বদনাম করে
তাতে রাগ করো না।
পারলে তার গুণোগান করো।
যদি কেউ তোমাকে দুঃখ-কষ্ট দেয়
তবু তুমি তাকে দুঃখ-কষ্ট দেবে না
পারলে তাকে সুখে রাখবে।
যদি কেউ তোমার নিন্দা করে
তাতে মন খারাপ করো না
পারলে তুমি তার প্রসংশা করো।
যদি কেউ তোমাকে হিংসা করে
উল্টো তুমি তাকে ভালোবেসে যেও
কেননা তুমিও যদি তার মতো করো
তবে ভালো আর মন্দের তফাৎ কোথায় ?
তুমি তাকে ভালোবেসে যেও
দেখবে একদিন তার ভুল ভাঙ্গবে
সেদিন সে তোমার কাছে হেরে যাবে
সেদিন তুমি হবে তার রোল মডেল।
২| বাবা নেই অথচ
বাবার নামের আগে স্বর্গীয় লেগেগেছে
অথচ নিজের পরিচয় দিতে গেলে
আজও বাবার নামে পরিচিত হতে হয়।
আজও নিজের নামে পরিচিতি গড়তে পারিনি।
বাবা নেই অথচ তাঁর পেনশনের টাকায়
আজও আমাদের পরিবার চলে।
বাবা নেই অথচ তাঁর LIC তে পাওয়া টাকায়
নতুন বাড়ি বানিয়েছি।
আপসোস নতুন বাড়িতে বাবার থাকা হল না
অথচ নতুন বাড়ি ছিল বাবার স্বপ্ন !
তবু বাবা সুখী ছিলেন এটুকু জেন
তাঁর স্ত্রী সন্তানের জন্য কিছু টাকা রেখে যাচ্ছেন।
বাবার স্বপ্ন ছিল একটা দামি গাড়ি
বাবা গাড়ি কেনার টাকা জমিয়ে রেখেছিলেন
কিন্তু তার গাড়ি কেনা হয়নি
অথচ আজ আমরা গাড়ি চড়ে বেড়াচ্ছি।