হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী

১| পশু পাখির ডাক
ম্যাঁও ম্যাঁও মিনি ডাকে
ইঁঁদুর ধরে খায়,
ভৌ ভৌ ভৌ ডাকে কুকুর
চুরের পিছু ধায়।
খ্যাঁক খ্যাঁক ঐ বানর ডাকে
পাকা ফল খায়,
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে ব্যাঙ
গর্তে ঢুকে যায়।
প্যাঁক প্যাঁক সরে ডাকছে হাঁস
পুকুরেতে ভেসে,
কিচিরমিচির পাখির ডাক
নিত্য কানে আসে।
২| ফল খাবি
আম কাঁঠাল কমলা
রসে ভরা ফল,
ভরা পেটে খেলে ফল
দেহে পাবে বল।
খালি পেটে খাবে জল
ভরা পেটে ফল,
গাছ পাকা ফল খাবে
দেহে পাবে বল।
৩| সোনা আঁকে
সোনা আঁকে ফুল পাখি আর
নদ-নদী পাহাড়,
রকমারি ফুল আঁঁকে তাতে
নানা রঙের বাহার।
জাতীয় পতাকা আঁকে আরো
আঁকে আশোকচক্র,
আরো আঁকে শঙ্খ পদ্ম গদা
আরো সুদর্শন চক্র।
৪| নানা জাতের প্রাণী
বাঘ সিংহ বন্যপ্রাণী
তাই থাকে ওরা বনে,
ময়না তোতা পোষ্য পাখী
তাই থাকে মানব সনে।
সাপ ব্যাঙেরা উভয়চর
থাকে জলে স্থলে,
কচ্ছপ কুমির জলচর
স্থলে ধীরে চলে।
গরু মহিষ গৃহপালিত
গণ্ডার ভালুক বন্য,
হাঁস মুরগি গৃহপালিত
হাট বাজারের পণ্য।