হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী

অস্মিত অঙ্কিত
অস্মিত অঙ্কিত দুুই ভাই
একই বিদ্যালয়ে পড়ে
একসাথেই তো লেখে-পড়ে
আর হোমওয়ার্ক করে।
এক সাথে খেলে তারা
একসাথে গান গায়,
একসাথে নায়-খায়
একসাথে স্কুলে যায়।
একসাথেতে দুই জন
থাকে তারা সারাক্ষণ,
এক জনের ছায়া অন্য
যেন শ্রীরাম লক্ষ্মণ।
হিংসা ও মারামারি
কভু নাহি করে,
পিতা-মাতা গুরু জনে
সদা তারা ডরে।