গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

আমায় দুঃখ দিও
আমার সুখ সয় না তোমার
তাই দুঃখ-কষ্ট দিও,
দুঃখের সাথে বেঁচে থাকা তাই
দুঃখই আমার শ্রেয়।
দুঃখই তো তোমার সৃষ্টি
তাই সইতেই হবে তো কারো ?
আমি না হয় তা সহেই যাবো
যত পারো দুঃখ দিও ।
সবাই তো চায় থাকতে সুখে
কেউ তো চায় না দুঃখ-কষ্ট,
আমি না হয় কষ্ট সহে যাবো
হোক না কারো জীবন নষ্ট।
আমার মত আর যেন কেউ
হয় না এমন দুঃখী,
সবটুকু দুঃখ আমায় দিয়ে
রাখিও সবারে সুখী।
এসো সাহায্যের হাত বাড়াই
ঝম ঝম্ অবিরাম বৃষ্টি
চারিদিকে শুধুই জল
যে দিকে যায় দৃষ্টি।
ঘর-বাড়ি ডুবেগেছে
হয়েগেছে বন্যা,
চারিদিকে হাহাকার
জনতার কান্না।
এদিকে ওদিকে
বাড়ছে জলরাশি,
শিবিরে শিবিরে
বাড়ছে বানভাসি।
নেই খাদ্য নেই পানি
নেই কোন আশ্রয়,
মনেতে শুধুই ভয়
শেষে জানি কি হয় ?
সবে মিলে চলো ভাই
বানভাসির কাছে যাই।
আপনার সাধ্য মতো
সাহায্যের হাত বাড়াই।
নিবেদন
পাপ যদি করে থাকি
ক্ষমা করে দিও,
ভুল যদি করি প্রভু
তুমি শুধরে নিও।
ভুল পথে গেলে প্রভু
তুমি বাধা দিও,
অবোধ বালক ভেবে
পথ দেখিয়ে দিও।
সব দোষ ক্ষমা করে
তব সঙ্গে নিও,
কেবল চরণ তলে
আমায় ঠাঁই দিও।
আমার চাঁদ
পূর্ণিমা জোছনা রাতে
আমার চাঁদের সাথে।
কেটেছিল সারা বেলা
খেলে কত প্রেম খেলা।
চাঁদের রূপের কাছে
চাঁদ হার মানে,
তাই তো নিরীখি রূপ
চেয়ে চাঁদ পানে।
চাঁদের আলো যবে
পড়ে চাঁদ মুখে,
চেয়ে থাকি বদনেতে
বেলা কাটে সুখে।