শঙ্খচারণায় বিপ্লব গোস্বামী

 শঙ্খ ঘোষ প্রয়াণে

      আজ সহসা কবিতার  মুহুর্ত
হয়ে গেল যে স্তব্ধ ;
সাহিত্যের রাজপথ অলি-গলি
হলো সবই নিস্তব্ধ।
       কালকরোনার কাছে
মেনে নিয়ে হার ;
শান্তির নিশ্চিন্ত দ্বীপে
দিয়েছ যে পার।
       তুমি ছিলেন নির্ভীক,
চির পষ্টবাদী ;
আপোষ বিহীন যুদ্ধা,
সদা সত‍্যবাদী।
      তব শাণিত শব্দের বাণে
ভেঙ্গেছে কত,
অত‍্যচারী-উগ্ৰবাদীর শান।
তব প্রতিবাদে ভূলুণ্ঠিত
হয়েছে কত ,
অহংকারী-স্বেচ্ছাচারীর মান।
     হয় তো আর দাঁড়াবে না তুমি
একা ঐ গলির কোণে ;
হয় তো শুধু দেখব তোমায়
কাগজের বিজ্ঞাপনে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।