কবিতায় বলরুমে বিষফল

কা কা
দেশের পিরিয়ডস চলছে, স্যানিটারি ন্যাপকিন দরকার।
ছোপছোপ থোকা থোকা রক্তের দাগ,
সবার হাতে পায়
কটু গন্ধে ম ম ব্লাড ব্যাঙ্ক।
তুলো গজ নিন মানসিকতায়,
বন্ধ করুন রক্ত ক্ষরন সব।
পিঠে শিরদাঁড়ায় ব্যথা,
তলপেটে আর খামচে ধোরো না মায়ায়।
পিঠের বালিশে তুলোর অস্তিত্ব কম মনে হয় আজ,
সেজদাতে কপাল ঠেকাই ভুল ঈশ্বরমালায়।
দেশের পিরিয়ডস চলছে, স্যানিটারি ন্যাপকিন দরকার।
মমির বুকে ড্রিল করে তার হৃদপিণ্ডের রক্তপান করলাম।
কান পেতে শুনে ফিরলাম,
একটা মানব সভ্যতার মিউজিয়াম।
কবির শেষ ঠোঁট ছোঁয়া ভাঙা একটা কাপ
আর,
দাঁত দিয়ে ছিন্নভিন্ন ঈশ্বরীর যোনী গোটাকয়।
উজ্জ্বল ফ্লাশের আলোয় তীব্র গভীর কবর খুঁড়ে শুয়ে পড়লাম,
পাসে সাজিয়ে দাও ধর্মগ্রন্থ সব।
নিন….
ওসবের ঘ্রাণে আমার পঞ্চভূত চাইলেম।
অথচ, আপনার নেশায় চোখ লাল,
বুদ্ধি ঝিমিয়ে পতিতা।
ভাড়া খাটার জন্য রাস্তায় দাঁড়িয়ে আজ,
শরীরে স্বল্পবাস, মুখময় লালার আস্তরন মোটা।
নাহ, আমি আর ঘ্রাণ নিতে পারছি না।
রক্ত বারুদ কান্নার কি থকথক সহবাস।
চাঁদের বুড়ি গাছের তলায় কবে মরে গেলো?
জানেন আপনারা?
দেশের পিরিয়ডস চলছে, স্যানিটারি ন্যাপকিন দরকার।
আপনারা রোজ একবার পোষাকহীন সমুদ্রের কিনারায় এসে দাঁড়ান।
একা, ভীষণ একা….
গাঢ় কুয়াশায়, কিম্বা রাত্রি যখন ফুলসজ্জায় ধীর পায়।
আপনার ফুসফুসটা নিংড়ে ধুয়ে আসুন…..
পাখির সাথে চিৎকার করে উঠুন কা কা…..