সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কার কাছে বলব
রাজীব বরুয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আমি স্বীকার করতে চাই অতীতের ভুল
কার কাছে বলব -শোনার মতো কারও সময় নেই
বাতাসকে ডেকেছিলাম –শুনে ছড়িয়ে দাও
কিন্তু বাতাসের সময় নেই -এখন বসন্ত কাল
সান্ত্বনা দিতে চাই গাছের কোমল কিশলয়
রোদও শুনতে চায় না –কমে যেতে পারে তেজ
আর বৃষ্টি,
হতে পারে ভালো শ্রোতা
তবে অনেকদিন দেখা-দেখি নেই
আমার পাশেই থাকা মানুষটিকে কথাগুলি শোনাতে চেয়েছিলাম
তিনি বললেন –আমি অতীতে বাস করি না
আমার কাছে বর্তমানই সেরা |’
মানুষ আছে –অথচ
অন্যের ভুলের ভার নিয়ে কেউ বাড়ায় না জঞ্জাল
আজ আমি স্থির করেছি –তাড়াতাড়ি ঘুম থেকে উঠব
ভুলগুলি বলব সকালকে
যেখান থেকে প্রতিদিন আরম্ভ হয় দিন।