সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

একটি গাধার সঙ্গে একদিন
ডঃপূর্ণ ভট্টাচার্য
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
(এক)
একটা গাধার সঙ্গে একদিন শহরটায় ঘুরে বেড়িয়েছি
সে যেদিকে যেতে চায় সেদিকে গেছি
প্রশ্নানুসারে উত্তর দিয়েছি।
আকাশ ছুঁতে চাওয়া কয়েকটা অট্টালিকা দেখে
গাধাটা আমাকে জিজ্ঞেস ক্রল-‘ওসব কী দাদা’?
সেগুলি ঘর।ধনে সাজানো মনের ঘর।
কল্পনার রাজপ্রাসাদ।উর্ধ্বমুখী।
সে ঈষৎ হাসল।
দুজনে যেতে থাকলাম
দুজনে যেতে থাকলাম
(দুই)
হঠাৎ সে থমকে দাঁড়াল।
একজন মানুষ অন্য একজন মানুষকে ঘুষি মারছে
অন্যজনের নাক থেকে বয়ে আসছে ভেতরের রক্ত
একজন পুরুষ একজন মহিলার হাত ধরে টানছে
সে আমার মুখের দিকে তাকাল।
ও ওটা সিনেমা হল।
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলা একটা সিনেমার পোস্টার।
আসলে কেউ কাউকে ঘুষি মারছে না
কোনো পুরুষ নারীর হাত ধরে টানছে না
রক্তও বের হয়নি
আমাদের মনোরঞ্জনের জন্য দেখানো হচ্ছে।
কিছুটা দূরে গিয়ে গাধাটা থেমে গেল
সে যেন ভাবনা বিভোর।চিন্তায় আকুল।
তাকে জিজ্ঞেস করলাম –কী ভাবছ
ভেবে ভেবে সে বলল
‘নিজেকে আমার গাধা গাধা বলে মনে হচ্ছে।’
(তিন)
দুজনেই চলেছি
দুজনেই চলেছি
একটা উদ্যানের কাছে সে দাঁড়াল।
উদ্যানে একটা মূর্তি রয়েছে।
একবার মূর্তিটার দিকে
একবার আমার দিকে গাধাটা অবাক হয়ে তাকিয়ে রইল।
ও সেটা একটা মানুষেরই মূর্তি
পিতা শুদ্ধোধন।মাতা মায়াদেবী
গৃহত্যাগী।নিরঞ্জনা নদীর তীরে বসে
আকাঙ্খার পূর্ণতাপ্রাপ্ত একজন মানুষ।
গাধাটা এবার কিছুই বলল না।
নিঃশব্দে
তার চোখ থেকে প্রেম-অশ্রু গড়িয়ে পড়ছে।