আমি একা কিছুই করতে পারিনা
বাড়ির সামনের উঁচু-নিচু পথটা সমান করতে পারিনা
জনগণের পুকুরটা পরিষ্কার করতে পারিনা
বন্যা ভেঙ্গে ফেলতে চাওয়া বাঁধটা রক্ষা করতে পারিনা
আমি একা বড় নিঃসঙ্গ সাহসের দুঃখী
আমি একা কথা বললে কাজ হয় না
আমি একা কোনো ভেজালকারীকে দন্ড দিতে পারিনা
আমি একা কোনো ঘোষখোরকে বাধা দিতে পারিনা
আমি একা কোনো ধর্মের ভন্ডামি প্রকাশ্যে আনতে পারি না
আমি একা কোনো কর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনা
আমি একা বড় নিঃসঙ্গ
আমি একা সময়ের সাঁতার বুঝিনা
আমি একা নিজের মাপজোক জানিনা
আমি একা নিজের বিপক্ষে দাঁড়াতে পারি না
আমার সমালোচকের প্রয়োজন
আমি একা বড় নিঃসঙ্গ অথচ উদার
আমি সঙ্গী চাইছি
আপনারা সঙ্গ দিলে আমি সঙ্গী হব
আমি একা কিছুই করতে পারি না।