সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

একটি বাগানের নাম বিষাদ
সমীর তাঁতী
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
একটি বাগানের নাম বিষাদ। তার ফুলগুলির
নামও বিষাদ। যখনই বাগানটি আকাশের দিকে মাথা তুলে
তাকায় আকাশও বিষণ্ন হয়ে পড়ে। আকাশ থেকে নামে
ধারাসার বৃষ্টি। ফুল এবং পাতাগুলো ভিজে যায়। পাতাগুলির
নামও বিষপ্নতা। জলে ভিজে শিকড়গুলি
ফুঁপিয়ে উঠে। সমপ্র বাগানটিকে এরকম
অপেক্ষা করে রয়েছে। মাটির দুঃখের কথা তোমাদের বলার জন্য ।