T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় বিশ্বজিৎ দেব

আবাহন
এসো তুমি, যন্ত্রনার অতৃপ্ত জহর
মরে গেলে যেরকম সব কিছু মনে হয়
প্রেমের শহর
এসো মুগ্ধতা, আমাদের এই সব
খুনোখুনি, না লিখতে পারার সারারাত যন্ত্রনা
এসো প্রতিরূপ, ফিরে না আসার দিকে
চলে যাওয়া প্রতিটি প্রহর…..
ছায়াবৃতা
আলোতে ফুটেছে দুরে ঝুলন্ত সেতুটি
খুব নীচু করে আঁকা, দুপাশে তুমুল ধমনী
শহীদ সরণি হয়ে রক্তস্রোতে এসে
মিশেছে তাদের পরিখা
এই জেনে তোমার গানের সাথে মিশে যাই
প্রতি বর্ষায় গীতিময়তার টানে যেরকম
ভেসে যায় বিয়োগের পলিথিনগুলি
বয়োঃপ্রাপ্ত ষোলকলাগুলি ভুলে যায়
চামড়ার গুটিবসন্তের স্মৃতি …