আজ কিন্তু ভ্যালেন্টাইন ডে নয় তবে আজকের দিনের গুরুত্বও কে হেয় করতে পারলাম না। বিশেষ দিনে কিছু কথা বেশি করে বলতে ইচ্ছে করে যাতে মানুষ একটু বেশি যত্নবান হয়। নিজের প্রতি অন্যের প্রতি।
যত দিন এগোচ্ছে তত আমরা স্বার্থপর হচ্ছি। শুধু শুধুমাত্র নিজেরটুকু ভাবছি। নিজেদের নিয়ে আমাদের বাবা মা ঠাকুমা দাদুরা কিছুই ভাবতেন না। তারা শুধু আমাদের কথা ভেবে গেছে। অন্যদের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করতে তারা দ্বিতীয়বার ভাবেনি। সেই সময়কালে মানুষের এতো হার্টের অসুখ হতো? তারা যেমন ভেজালহীন খাদ্যখাবার খেতেন তেমনি পরস্পরের সাথে আন্তরিক ছিলেন। এখন তো অন্তরের ব্যথা সারানোর জন্য ডাক্তারের কাছে যেতে হয়।
আজ বিশ্ব হৃদয় 💓 দিবস। সবার শরীরে হার্ট আছে কিন্তু সবার শরীরে হৃদয় আছে কি?
হার্টের যত্নের জন্য যেমন নানান ব্রান্ডের তেল বাজারে বিক্রি হয় তেমন মনের যত্নের জন্য তেমন কিছু কি মার্কেটে আছে? পরস্পর পরস্পরকে একটু ভালোবাসুন। ভালোবাসতে গেলে তো আর টাকা খরচ হয় না। নির্ভেজাল ভালোবাসার অর্থ যদি তোমরা যারা বোঝো না তারা জানবে যে তোমাদের হৃদয় নেই। সঠিক ভালোবাসায় কোনো টাকা খরচ করতে হয় না। অনেকে কথাটা মানবে অনেকে মানবে না।
আর জীবনে আরো চাই আরো চাই যত চাইবে জীবন তত হার্টলেস হয়ে যাবে। এক জীবনে সব পাওয়া যাবে না। এক জীবনে কবি গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক হওয়া যায় না।
যাকে ভালোবাসো তার মধ্যেও অনেক দোষ আছে। থাকতেই পারে, তুমি তো একটা মানুষকে ভালোবেসেছো, কোনো দেবতাকে নয়। তাকে ভালোবেসে তার আসুরিক দোষগুলোকে একটু ঘষে মেজে কাজ চালানোর মতো করে নাও। মানুষ কোনো অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার দেওয়া কোনো জিনিস নয় যে ভাঙাচোরা বলে তাকে রিপ্লেস করা যায়। মানুষ দোষেগুণে একটা ভালোবাসার ফুল। ছোটো থাকা অবস্থায় তাকে যত্ন দিয়ে স্নেহ দিয়ে একটু শাসন দিয়ে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। তবে গিয়ে একজন দেবতার মতো মন নিয়ে রক্তমাংসের কাঠামোস্বরূপ এক মানুষকে সমাজের কাছে উপহার দিতে পারবে।
নিজে আগে ভালো মানুষ তৈরী হও, ভালোবাসতে শেখো, হিংসা কোরো না, তোমার মনকে আরো শক্তিশালী তখনই করতে পারবে যখন অন্য একটি মনকে রক্তাক্ত না করে তাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবে।
আমার স্কুলের যে বেস্টফ্রেন্ড ছিল সে ছিল ক্লাসের ফার্স্ট গার্ল। এক দিদিমণি বলতো আমাকে আমার হিংসা হয় না ওকে ফার্স্ট হতে দেখে। আমি তখন উত্তর দিয়েছিলাম আমি ফার্স্ট হলে তো বন্ধু দ্বিতীয় হবে সেটা আমি মানতে পারব না। আর আজ পরীক্ষায় হাফ নম্বর নিয়ে মায়েদের বাবাদের মধ্যে চুলোচুলি হয়, আর বাচ্চারা তত হৃদয়হীন হতে শেখে।
আমার বেস্ট ফ্রেন্ড আজো বেস্টই আছে। আমার যেকোনো সমস্যায় সে আজো আমার পাশেই থাকে সাথেই থাকে।
তাই ভাই বিন্দাস থাকতে শেখো। মনকে উজাড় করে বাঁচতে শেখো। রান্নায় তেল কম খাও, লোককে তেল কম দাও, বরং শীত আসছে এখন থেকে বডি অয়েল মাখতে শুরু করো।
ত্বকের যত্নের সাথে সাথে হৃদয়ের যত্ন নাও।
❤🧡💛💚💙💜🖤♥💘💝💖💗💓💞💕💌❣💟