সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

পাখি
পঙ্কজ গোবিন্দ মেধি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ডালে বসে থাকা পাখিগুলি ডাল থেকে ডালে
বইয়ের পৃষ্ঠায় বসে থাকা পাখিগুলি পৃষ্ঠা থেকে পৃষ্ঠায়
অনায়াসে উড়ে যেতে পারে
উড়ার আকাঙ্ক্ষা থাকার জন্য আমাদের মন এবং ইচ্ছা
আমরা পাখির ডানায় বেঁধে দিই
আজ বসে থাকা জায়গা থেকে উড়তে আরম্ভ করি
উড়ে উড়ে গিয়ে গিয়ে আমরা ফিরে আসি নিজের কাছে
পাখি নিজের কাছে ফিরে আসতে পারে না
সেই জন্য পাখি চিনতে পারে না ওদের ডানায় বেঁধে রাখা
বিশ্রামহীন মানুষের উড়ানের লিপ্সা।