সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ভিক্ষার পাত্রে তুমি নেচে উঠ
বিজয় রবিদাস
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
মন্দিরের সিঁড়িতে চিৎকারগুলি
বাতাসে দুলতে থাকে
সোমবারের দিনটির জন্য বোধহয়
ওরা অপেক্ষারত প্রেমিক তোমার
হাতে নৈবেদ্য ধূপ দীপ উপচার
ঘণ্টা ধ্বনিতে জেগে উঠ তুমি
বড় পুকুরের ঢেউয়ে ঢেউয়ে ধ্বনি প্রতিধ্বনি
মন্দিরের সিঁড়িতে বিষণ্ণ চিৎকার
অন্য এক পৃথিবীর সভ্যতা
ভিক্ষার পাত্রে তুমি নাচতে থাক
তোমাকে লালন করেছে ওরা
ওদের জন্যই তুমি বাঁশি বাজিয়ে থাক
স্নান করে থাক
শঙ্খ ধ্বনির ঢেউয়ে ঢেউয়ে
জেগে উঠে এই রোগাক্রান্ত শহর।