সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

রিক্সাওলা
ভূপেন গগৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
তৃতীয় বিশ্বের
স্থায়ী বাসিন্দাদের মধ্যে
অন্যতম সে ।
সকাল থেকে বিকেল পর্যন্ত
পরিশ্রম করে।
তিনটি চাকার ওপরে ভর দিয়ে
ছেঁচড়ে নিয়ে বেড়ায়
ক্ষুধা আর রুটির কিছু
আদিম স্বপ্ন।
মানুষের ভিড়ের মধ্যে সে
নিরন্তর মানুষকে টানে।
গাড়িগুলির প্রতিযোগিতার মধ্যে সে
দ্রুততার সঙ্গে সাইড চায়
অপরিচিত কারও
গন্তব্যস্থানে।
রাতের পর রাত
আধপেটা ভাত
কিছু মদ আর কিছু
অসুরক্ষিত যৌনতার বাইরে সে
কিছুই জোড়া দিতে পারে না
দৈনন্দিন জীবনের সঙ্গে।
একদল ছোট ছোট সন্তানকে ছেড়ে
তাঁর প্রথম পত্নী পালিয়ে গেল
একজন ট্রাক ড্রাইভ্রারের সঙ্গে।
দ্বিতীয়জন মারা গেল
ডেঙ্গু ম্যালেরিয়া জ্বরে ।
তৃ্তীয়জন গর্ভবতী
চতুর্থ সন্তানের।
বিকেলের উনুনে
তাই তাঁর বহু রুটি চাই।
একদিনের আয়ে হয়ে উঠে না
পর্যাপ্ত চাল-আটা-কেরাসিন
আর মদ
অথবা শীতের দিনের
একটি কম্বল।
তৃতীয় বিশ্বের
স্থায়ী বাসিন্দাদের মধ্যে
অন্যতম সে।