সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

সুপ্রভাত
রাজীব বরুয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আপনি জানালা দিয়ে দেখা আকাশটা দূরে চলে গেল
সকালে দরজা খোলে যখন দেখেন …
সামনের বারান্দায় ছটফট করে পড়ে আছে
একটা আধমরা কাক এবং
তাকে দেখে পোষা কুকুরটা যদি তেড়ে যায় …
আপনার ঘরের ওপরে কাক গোষ্ঠীর কোলাহল
কচ্চিৎ না শুনে থাকেন
সকালে পেছনের দরজা খুলে দেখেন ….
একটা ইদুর মুখে নিয়ে একটা বিড়াল দৌড়ে গেল
কুয়োর পারে সাপ ব্যাঙকে গিলছে
খরা না আসতেই শুকিয়ে গেল আপনার কুয়োর জল
এরকম একটি সকালে কী দিতে পারেন
তবুও পাশ দিয়ে পার হয়ে যাওয়া পরিচিত মানুষেরা
আপনাকে সুপ্রভাত বললে আপনিও যেন
সুপ্রভাত বলতে ভুলবেন না
হওকনা তার প্রভাত সবল-সুঠাম
এগিয়ে দিন একটা নীরোগ হাত…
সুপ্রভাত