সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

মাটির মানুষ
মাখন কলিতা
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
তুমি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাক
গাছের মতো
রোদ বৃষ্টি বাতাস
মাঠে
হাতের আঙ্গুলগুলি
গাছের পাতা হয়ে
বাতাসে নাচে
উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে
দুচোখের মণি
ফোঁটা ফোঁটা করে মাটিতে ঝরে ঘাম
সবুজ হয়ে উঠে মাটি
পাহাড়ের মতো বুকে ঢুকে
মেঘেরা ফিরে আসে
কোথাও বৃষ্টি হয়ে পড়ে
পা দুটি তোমার
শুষে নেয় মাটির নূন
স্পর্শ করে মাটি
দুহাত প্রসারিত করে তুমি দাঁড়িয়ে থাক গাছের মতো
রক্তে ছড়িয়ে মাটির নূন
সমগ্র দেহ হয়ে পড়ে
অমৃতময়।