আমি আবার ফিরে পাব কি
আমার হারানো যৌবন
কল্পনার শেষ না হওয়া গান
কঠোর বাস্তবের সঙ্গে সংগ্রাম শাণিত
এই হাত রাখতে পারব কি
প্রলোভন হীন প্রেমের বাহুতে
আমি আমার অতীতকে চিৎকার করে থাকতে দেখেছি
বিস্মৃতির গোপন লেটাত
সাধনার সমস্ত সামগ্রী উৎসর্গ করে
জীবনে জাগিয়েছি প্রত্যয়
কান্না সামলে সহনশীল হয়েছি দুর্জয় প্রতিজ্ঞায়
গাছ নদী এবং পাহাড় থাকা পর্যন্ত
আমি কখনও নিঃসঙ্গ নই
আজ রাতে একটি কবিতা উলঙ্গ করে
চুমু খাব অক্ষরের প্রতিটি অঙ্গে
আগামীকাল সকালে সবাই দেখবে
জীবনের রহস্য ভাঙ্গার খেলা।