।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বিশ্বজিৎ দেব

চামড়ার কথামৃত
চামড়ার দরদামগুলি
ঘুরে ফিরে আসে প্রতি হাটবারে
ভাঙাচোরা ট্র্যাকারের পিঠে
শহরতলির মোড়ে
প্রতি হাটবারে তারা বদলে নেয়
ইসৎ বাদামি ঝিলিক, গোধূলির রঙ
বর্নালীর এই বিনিময় শেষে
এভাবেই লেখা হয় সাশ্রয়গুলি
লেখা হয় বিদূর শ্রাবণ, মৌসুমী বায়ু
পুলকিত আড়তের হিম