সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ফুটবলের জন্ম
সৌরভ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
পাহাড়ের গর্ভ ভেদ করে শিশু-সূর্য বেরিয়ে এল
সরল, প্রাথমিক
ঐ সূর্যের মধ্যে
ফুটবলের জন্ম
নির্জন শালবন ভেদ করে জীবন্ত সূর্য উঠে এল
তেজস্বী, জ্যামিতিক
ঐ সূর্যের মধ্যে
ফুটবলের জন্ম
গোলাকার সূর্য মানেই মুক্তি
প্রচন্ড গতি আর শক্তি
হে ফুটবল, উঠে এসো
সোনার দিগন্ত জুড়ে উদ্ভাসিত হও
এখনই উদয় হও হে সূর্য
এখনই, এখনই
অলিম্পিক মৈত্রী হোক ফুটবল
জীবনের ঘোষণা হোক ফুটবল
আর্টের দুর্ধর্ষ বিপ্লব
চ্যাম্পিয়ন। কারণ, স্বপ্নের ফেরিওয়ালা ফুটবল
স্বাধীনতার আনন্দ ফুটবল।