সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ভালোবাসায়

বিজয় শঙ্কর বর্মন
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

তুমি কিছু ভাবছ
অথচ
আমাকে জিজ্ঞেস করছ –
‘কী ভাবছ?’

আমি কিছু ভাবছি
আর
তোমাকে জিজ্ঞেস করছি –
‘কী ভাবছ?’

অতল এই কয়লার খাদে
হারিয়ে রইলাম আমরা

অচিন অন্ধকারে
ঢেঁকিয়ার ফুল কাঁপে

তুমি চোখের জল ফেল
আমিও
প্রসারিত আঙ্গুলগুলির দিকে তাকিয়ে
আমরা নিজেকে জিজ্ঞেস করি –

‘চোখের জলে আবেগ থাকে।
বল হে আত্মা,
আবেগ থাকে কি

চোখের জল
মুছে দেওয়ায়?’

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।