সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

স্মৃতির ভেতরে তুমি
প্রণয় ফুকন
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
সাঁতার না জেনেই নেমে পড়েছিলাম
একটি গভীর বিলে
একটি পদ্মফুলের লোভে।
শৈশবের সেই অনাবিল অনুভূতিতেই
যৌবনে আবিষ্কার করেছিলাম তোমাকে
যৌবনের কোনো এক অসতর্ক মুহূর্তে।
আমার দুরন্ত নিবেদন,
তোমার অনুচ্চারিত আশ্বাস।
আমার সমুদ্র প্রত্যাশা,
তোমার সন্তর্পন সমর্পণ।
আমার তৃষ্ণাতুর আবেগ,
তোমার বিস্তীর্ণ অবস্থিতি।
আমার পাপ পুণ্য বিচ্ছেদ বিরহ,
তোমার সান্নিধ্য শরীরী ব্যঞ্জনা।
অভিসার অবিনাশী অস্তিত্ব,
আমার কবিতার চিরন্তন স্থাপত্য…
এভাবেই আজীবন
স্মৃতির ভেতরে তুমি
অতি ব্যক্তিগত একটি নিষিদ্ধ উপন্যাস…