কবিতায় বলরুমে বিজয়া দেব

জলজ সঙ্কেত
প্রথম বর্ষণের সুরে নূপুর নিক্কণ,
দৃষ্টিক্ষেপে চমকিত নবীন মেঘের
ডম্বরুধ্বনি।
দেয়ালে দেয়ালে ভাসে
জলজ সঙ্কেত।
নিস্তেজ আলোর ঢেউয়ে
এঁকেবেঁকে চলে
দিকশূন্যপুরের রৈখিক আলো।
যাবতীয় ঢক্কানিনাদ ভেদ করে
তোমাকেই ফোন করে
নবীন যুবক।
প্রেম নেই প্রেম ছিল
কবে?
এই নিয়ে দীর্ঘ
আলাপচারিতার পর
মেঘলা আকাশ থেকে
বিদ্যুতের চকিতচমক।
নবীনা যুবতী ভাবে
যক্ষপ্রিয়ার কথা।
অতীত ছিঁড়েফুঁড়ে গেছে
কবে। রিফু করা সময়ও
ছিঁড়ে ফেটে গেছে।
প্রেম নামক উচ্ছল উৎসবে
সামিল হয়েছে যারা,
তারা দেখে চিত্রল হরিণ
ভীরু তার চোখ।
এপাশ ওপাশ দেখে,
বুঝে নেয় সংকট ও সময়।