সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

দক্ষিণের বাতাস

সত‍্যকাম বরঠাকুর
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

এইমাত্র বাতাসে বাতাসে ছড়িয়ে পড়া খবরটিতে
সে আসার আভাস পেলাম

সে প্রবল বেগে আসছে
অথচ কোথাও পথের একটা পাথর ও এদিক ওদিক হয়নি

তাঁর উড়তে থাকা কাপড়ের শুভ্রতা আকাশ স্পর্শ করেছে
অথচ কার ও অঙ্গ স্পর্শ করেনি

তাঁর ত্রাসে নরখাদক
গুলি দৌড়ে পালিয়েছে
অথচ সে কোথাও একটা পিঁপড়েকেও আঘাত করে নি

সে আসবে বলে গ্রাম এবং শহরের প্রবেশ দ্বারে
লাল নীল তোরণ সাজানো হয়েছে
অথচ প্রত্যেকেই জানে,তাঁর পথ কেবল  সেই জানে

তাঁর সঙ্গে দেখা করার জন্য ছেলেমেয়েরা মাঠটিতে
অনেকেই সমবেত হয়েছে
কৃষক, শ্রমিক, মহন্ত, মহাজন, চোর, দাগাবাজ ,সাধু, পতিত ,পাপী, পুরোহিত

বাতাসে বাতাসে ছড়িয়ে পড়া খবরটা শুনে
প্রত্যেকেই পূবের দিকে তাকিয়ে রয়েছে সে আসবে বলে
অথচ কেউ জানে না
সে পূব থেকে আসবে না পশ্চিম থেকে
নাকি এক ঝাঁক দক্ষিণের বাতাস হয়ে সে
আমাদের মধ্য দিয়ে পার হয়ে যাবে
আমাদের অজান্তে
আমাদের বুঝতে না দিয়ে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।