সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

উজ্জ্বল মৃত্যু
সৌরভ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
সত্যি সত্যিই সে চাঁদটাকে
ভালোবাসল
কেন না,চাঁদের বিষণ্ণ চোখ
কেন না,চাঁদের রক্তাক্ত বুক
আকাশে সুর…যখন নেশা লেগেছিল
সরষে ফুল দিয়ে ছেঁচড়ে ছায়াপথে নামার সময়
সে অনুমান করল
আরও একটি চাঁদ
আরও একটি চাঁদ
জলে নাচন
চাঁদটাকে ধরার জন্য
সে ঢেউয়ের ওপর দিয়ে দৌড় লাগাল
সে দৌড়াল…
সে দৌড়াল…
এবং অবশেষে,যদি আমার সঠিক মনে থেকে থাকে
চাঁদ নয়,জল তাকে ঘিরে ফেলল
বিবাগী
ফিরে আসতে পারল না।