সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

আজিলামু নৃ্ত্যের তালে তালে
বর্ণালী বড়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
চাকু পর্বতে জ্যোৎস্না নামে
চারদিক ঘেরা
জ্বলজ্বল করে উঠে প্রাচীন অরণ্যের মুখ
আজিলামু নৃ্ত্যের তালে তালে
আকাশের বুকে টগবগ করে পূর্ণিমার চাঁদ
উৎসবের পাহাড় আলোর পাহাড়
লেচাংমিন্টুর পাপড়িগুলি বুকের হোরায় রাখা হয়
আপঙের নেশা রাঙিয়ে তোলে পাহাড়িয়া চোখগুলি
আমাদের মধ্যে জ্বালানো আগুনের মতো সুদূরে জ্বলতে থাকে অন্য একটি পাহাড়
তোমরা দেখতে পাও না
আমরা আমাদের মধ্যে খুঁজে বেড়াই অন্য একজন
শূন্য বাঁশের চুঙাগুলি বলতে চায় অনেক কথা