সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কবিতার সঙ্গে চিরকাল
রুদ্র সিংহ মটক
মূল অসমিয়া থেকে বাংলা
কবিতা চোখের জলের নূন নয়
আমার কপালের ঝরেপড়া ঘাম, কাদা গন্ধমাখা আঙ্গুলের
একটা সোনালি ধানের মাঠ
শব্দের চেয়েও সুন্দর ভোরের ঘাসের অমূল্য শিশির
দুফোঁটা
কবিতা জানে,- লাল রক্তের উষ্ণতায় কীভাবে ধারণ করতে হয়
ভাষার কালিকা সংস্কৃতির জ্যোৎস্নাছায়া, ঐতিহ্যের শিকড়…
কবিতা আমার নিঃশ্বাসের অভিমান
কবিতা আমার চির হিল্লোলিত স্বাভিমান
কবিতা থাকলে বুকের ভেতরে-বাইরে
আমার মনে হয় দশটি মাটির প্রদীপ তিরবির করে জ্বলছে
মা আলগোছে লাগিয়ে যাওয়া ঘরের বারান্দায়
তুলসী – তলায়