T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বৈশাখী দাস
by
·
Published
· Updated
আমি ও রবীন্দ্রনাথ
হঠাৎ নীল আকাশে কালো মেঘ
বছরের শেষে সেই ঝোড়ো হাওয়া, জোড়া পাতা পড়লো এসে
একটি বছর পেরিয়ে গেলো হওয়ার সাথে ভেসে
আসছে নতুন বছর রেখো তারে নতুন করে
খুশির আমেজ বয়ে আসলো
সেই রবী ঠাকুরের গান শুনে
ছেলে পুলেরা গান করে বেড়াচ্ছে
আর ছোটো মেয়েরা মাথায় রজনীগন্ধা ফুলের মালা জড়িয়ে নাচ করছে
আর রাতের বেলায় সেই ঝিকিমিকি তারা পুরো আকাশে
তারা গুলো সেই জ্বলজ্বল করছে
মনে হচ্ছে আমার দিকে তারা গুলো চেয়ে আছে
গোপন মনের ইচ্ছা পুরনোর কথা তোমাকে জানালাম।