|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় বিজয়া দেব

বাইশে শ্রাবণ
শেষকথা বলে কিছু হয় না
ফুরিয়ে যায় না কিছুই,
থেকে যায় অবশেষ।
হে অশ্বক্লান্ত সময়, জীবনের
কথা বলো – হাতটা বাড়িয়ে
দাও সেইদিকে
শুভ্র দীর্ঘ শ্বশ্রূমন্ডিত, ঋষিপ্রতিম
সেই মহাতেজা
সৌরবলয়ের দিকে।
এসো, এই বাইশে শ্রাবণে
মনে করি সেই পনেরো আনার কথা,
মনে করি সজীব শিশির সিক্ত সেই
তুচ্ছ তৃণখন্ডের কথা, মনে করি ‘শাস্তি’
গল্পের চন্দরার কথা। জীবন এখানেই
আপন তরঙ্গে সফেন হয়ে আছে।
এভাবেই মহৎপ্রাণ কবি ভালবেসেছিল,
মৃত্যুর বিপ্রতীপে জীবনের কথা
বলেছিল, উপনিষদের আর্ষবাক্যে
নিষিক্ত করেছিল অপ্রেম,
একাকীত্ব, বিষাদ, বিমর্ষের নগ্ন
আত্মকথন….
এভাবেই অন্যায়ের প্রতিরোধে
দৃঢ়চেতা মানুষের ঘুরে দাঁড়ানোর
কথা বলেছিল।
হে বাইশে শ্রাবণ,
চলে যাওয়া নয়, বারবার
ফিরে এসো,
জাগিয়ে রেখো নিরন্তর
মানুষের জয়গানে, প্রত্যয়ী বচনে।