সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

অবসর
সৌরভ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
হীরুদা থাকলে এভাবেই বলতেন–
শিল্পী ফুটবলার। বড় আবেগপ্রবণ
কোথায় শুনলে তুমি, কাগজে?
আসলে পরাজয়ের বিস্ফোরণ
ফুটবলে সব কথাই সম্ভব
কোনো কিছুই নয় অসম্ভব।
মেছি অবসর নেবে
এটা একটি ছন্দ।
এই যে সূর্য অস্তাচলে যায়
তা বলে কি শেষ হয়ে যায়?
যায় না। আবার ফিরে আসে
যে কারণে পৃথিবীটা এত সুন্দর।
মেছির মতো ফুটবলার অবসর নিতে পারেনা।
তাঁরা ঠিক সূর্যের মতো।
পুনরায় ফিরে আসে।