সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

আর্তনাদ
বর্ণালী বড়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আগুন জ্বালিয়ে মা আমাদের বুকের কাছে টেনে নেয়
ক্ষুধায় কাঁপে আমাদের অন্ধকার দুচোখ
শীতের দীর্ঘশ্বাস কাঁপায় মায়ের মাটির আঙ্গুল
কোথাও পোড়া মাছের গন্ধ ভাসে
মরা মানুষ জলে কেন ভাসে মা
জীবিতরা ডুবে
ঠাণ্ডা আঙ্গুলগুলি,ঠাণ্ডা চোখগুলি সেঁকার জন্য এখানে অরণ্য পাই
মেঝেতে রক্ত ছিঁটোয়।রক্তে ডুবে মরে প্রদীপের আলো
আত্মঘাতী চিৎকারগুলি কেউ চেপে ধরে
চিৎকারগুলি জ্বলে
কাঁপতে কাঁপতে মায়ের কম্পিত কথা হয়
জ্বলতে জ্বলতে আগুন যখন নিভে যায়
জীবন্ত ছাইগুলি খুঁচিয়ে আমি হাতড়ে বেড়াই
চুঙা থেকে মৃত কাঠকয়লা পর্যন্ত আগুন আসা পথ
ধোঁয়া-চাঙে মাকড়সার জাল ঝুলতে থাকে শীতার্ত সময়
মাটি খুঁড়ে আমি খুঁজতে থাকি কার কণ্ঠস্বর আমার হাড়ে শিল হওয়া
সেটা কি তোমারই হাত আমার রুগ্ন স্তন খামচে।