সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

মানুষ হওয়ার চেয়ে গাছ হওয়াই ভালো
অনুপম কুমার
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
মানুষেরা গাছ
এটাও একটা লজিক
গাছ হওয়া সহজ
যেভাবে সহজ-
কবি হওয়া
ডাক্তার হওয়া
অফিসার হওয়া
সহজ নয় কেবল
গাছের ভেতরের মানুষ হওয়া
মাঠের ভেতরের নদী হওয়া
মানুষ হওয়ার চেয়ে গাছ
হওয়াই ভালো
নদী হওয়াই ভালো
নদী হলেই বয়ে যেতে পারি
মানুষ হলে
কথা বলতে হয়
প্রতিবাদ করতে হয়