সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

তৃতীয় বিশ্বের কবিতা
ভূপেন গগৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
যারা শ্রেণিচেতনা বুঝে না
তাঁরা আমাদের মতো তৃতীয় বিশ্বের নাগরিক কবির
কবিতা পড়ে পেতে পারে না অথবা
আমাদের কবিতার রসহীনতায় ডুবে অস্বস্তিও অনুভব করে না
কবিতা লিখতে লিখতেই কখনও আমাদের ক্ষুধা পায়
আর দ্রুতপায়ে উঠে চলে যাই
পুড়ে যাওয়া একটা রুটির পেছন পেছন
হোঁচট খাই যেখানে সেখানে ইচ্ছার পাথর ভাঙ্গা কাঁচের স্বপ্ন
অর্ধগলিত হৃদয়ের স্তুপে স্তুপে