সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

কবির ঘর
ভূপেন গগৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
প্রতিদিন
আমি আমার ঘরে ফিরে আসি
যদিও আমি জানি
আমার ঘর আমার আশ্রয় নয়
তবু ফিরে আসি
বিকেলের বাজার শেষে প্রতিদিন
আমি আমাকে টেনে আনি
আঁকাবাঁকা একটা পরিচিত পথ দিয়ে
কারণ আমার ঘরে এখনও আমার
বৃ্দ্ধ মা বাবা আছে
পুত্র পরিবার আছে
ক্ষুধা আর মৈথুনের রাতগুলি আছে
আধো ঘুমের স্বপ্নগুলি আছে
সবাই
আমাকে পেছন থেকে টানতে থাকে
দূরে যেতে দেয় না
হারিয়ে যাব বলে ভয় করে
আমার সন্তান আমাকে বলে –
কবি হতে হবে না আপনি আমার
পিতা হয়ে থাকুন
আমার পত্নী আমাকে বলে-
কবি হতে হবে না আপনি সব সময়
আমার পতি হয়ে থাকুন
আমার বৃ্দ্ধ মা বাবাও বলে
আমার পত্নী এবং সন্তানদের হতে
আমি কাউকে অস্বীকার করতে পারি না
তাঁদের জন্যই আমি প্রতিদিন
বাড়ি ফিরে আসি এবং
সকালবেলায় খুঁজতে বেরোই
ক্ষুদকণা।।