সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

শিল্পী
সৌরভ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
পা দুটি তার পাহাড়ি ঝর্ণা
যেন কবিতা লেখার জন্যই নেমেছে খেলার মাঠে
পা দুটি তাঁর তুলিকা
যেন ছবি আঁকতেই নেমেছে খেলার মাঠে
আচম্বিতে সে গোল করে দেয়
আর আচম্বিতে হয় অদৃশ্য
তুমি একটা হরিণের কথা বলেছিলে না
লিঅ’ মেছি।
এল এম টেন সেই হরিণটার নাম
ফুটবল ঘরে আসবে আজ রাতে
খামখেয়ালি একটা তুলিকার আঁচরের ওপরে
নড়াচড়া করছে ফুটবল।
অভ্যুদয় হবে।