সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

লালায়িত রাজা এবং অন্যান্য…
রাজীব বরদলৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
মায়ের কোলে উঠে থাকার সময় সে ঠিকই ছিল…
সন্ধ্যেবেলা জ্যোৎস্নার নিচে একসঙ্গে বসে
গল্প শুনছিল, হাসছিল ,কাঁদছিল,
স্বপ্ন দেখছিল… শৈশব থেকে কৈশোর
কৈশোর থেকে যৌবনের দরজা পর্যন্ত
মায়ের কোলে ছিল সে।
যৌবনে যৌবনে রচনা এবং রক্তের উত্তাল চঞ্চলতা
তাকে পাগল করল
তাচ্ছিল্য করল মায়ের বুকের ভালোবাসা… শৈশব, কৈশোর…
ডানা গজায় এখন সে উড়ন্ত।
সে ভুলে গেছে তার মা কে আর পিতা কে…
ভুলে গেছে নিজেকে
ধন,ঐশ্বর্য ক্ষমতার লালসায় সে
ওদের পেছনে পেছনে দৌড়াচ্ছে।
যার জন্য সে দিতে প্রস্তুত যেকোনো মূল্য…
সে উলঙ্গ করে বিক্রি করতে পারে মা এবং পিতাকে…
বন্ধক রাখতে পারে সহোদর ভ্রাতা- ভগ্নীকে ,
বন্ধু, ইষ্ট- মিত্র সবাইকে।
সবকিছুই নিমিত্ত এখন তার জন্য…
সে রাজা হবে, মহারাজাধিরাজ
মাটিহীন,মানুষহীন মুলুকের অহংকারী, দাম্ভিক রাজা।
তার কথা কান্ড দেখে ঘামে ভিজছে জামা…
তোরা মাকে দোষ দিসনা
এই ধরনের অত্যাচারী হতে তাকে মা শেখায়নি
মানুষ হওয়ার গীত শুনিয়েছিল তাকে
জন্মভূমিকে ভালোবাসতে শিখিয়েছিল
কিন্তু…………….!