সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

শকুনের চোখের জল
কৃষ্ণকায় মাঝি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আধমরা একটা শকুন সেদিন ছটফট করছিল
একদিন একরাত মৃত্যুভাবনা তাকে চুষে খাচ্ছিল
তার পাখায় বসে মাছিরা ভনভন করে গন্ধ ছড়াচ্ছিল
তার মৃত্যুর আর কয়েকপ্রহর বাকি
ছটফট করতে করতে হঠাৎ তার প্রাণবায়ু বেরিয়ে গেল
মাছিরা দলে দলে হাসতে লাগল
মাছিগুলি লালকেল্লা থেকে উড়ে এসেছিল
গগন বিদীর্ণ করা চিৎকার শুনে
তার সঙ্গের শকুনগুলি কয়েকফোঁটা চোখের জল ফেলল
শোন শোন
একদিন একদল শকুন শব টেনে টেনে খাচ্ছিল
অকস্মাৎ শঙ্খ গতিতে
আকাশ থেকে একটা সারস নেমে এল
শকুনগুলি চেঁচামিচি শুরু করল
আর সঙ্গীদের বলল পালা পালা
বেচারা ক্ষুধাতুর শকুনগুলি
বাপ কাকার বৃত্তি ছেড়ে যায় কোথায়
একে একে চাপে শকুনগুলি মাংস বমি করে দিল
(দিল্লিকা লাড্ডু খেলেও মজা নাখেলেও মজা।)
সবাই জানে
শকুনের অভিশাপে বুড়ো গরু মরে না…