কবিতায় পদ্মা-যমুনা তে বিপুল চন্দ্র রায় (গুচ্ছ কবিতা)

পুরোহিত মশাই
ওই আশ্রম মন্দিরে
পুরোহিত করে বাস।
সকাল-সন্ধ্যা আরাধনায়
কাটায় বছর মাস।
ত্রিসন্ধ্যা মুক্তি মিলে
ভক্তিতে মিলে শক্তি।
ভালো কর্মই ধর্ম আমার
ধর্ম রথে চলি।
পরপারের কথা ভেবে
করবোনা খারাপ কাজ।
ধর্ম পথে চলি সবাই
হবে জীবনে পুণ্যলাভ।
অবহেলা
আমৃত্যু তুমি কি আমার পাশে থাকবে,
এই কথা বলা মানুষটাই একদিন
ভুল বুঝে চলে গেছে বহুদূরে।
অথচ বুকের জমিনে এঁকেছি কত স্বপ্ন
তাঁকে পাবার আশায় কত দিনরাত করেছি নষ্ট।
এই জীবনে ফুটলোনা ভালোবাসার ফুল,
এই জীবনে তাঁকে ভালোবেসে করেছি ভুল।
খুব নির্মম, নিদারুণ,কষ্ট নিয়ে বেঁচে থাকা
মানুষটাই জানে
প্রিয় মানুষের অবহেলার কথা।
অর্থের শূন্যতায় মানুষ ভেঙ্গে পড়ে
হয়তো ক্ষণিকের জন্য
কিন্তু যত্নের শূন্যতায় সারাজীবন
মানুষ বেঁচে থেকেও রোজ মরে।
শুধু প্রিয় মানুষের অবহেলার কারণে।
আমারই বাংলাদেশ
আমার দেশের মাটি,
সোনার চেয়েও খাঁটি।
এই মাটিতে সোনা ফলে
রবিশস্য ফসল।
এই বাংলার আকাশে
লাল-সবুজের রবি হাসে।
এই খুশিতে প্রকৃতিতে
ফুল পাখিদের গান।
ষড় ঋতুর দেশ
আমারই বাংলাদেশ।